গুগল এডসেন্স বিষয়ে সহায়তা করা হবে সীমিত সময়ের জন্যে

আপনিও আয় করতে পারেন অনলাইনে। পিটিসি বা ডুল্যান্সার নয়, কারন এগুলো স্কাম বা সহজ বাংলায় ভূয়া। আর ডাটা এন্ট্রির কাজ করা কোন সম্মান জনক পেশা নয়। নিজেকে মেলে ধরুন আপন প্রতিভায়। নিজের মেধাকে এখানে কাজে লাগান। ব্লগিং, ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপিং হল অনলাইনে আয় করার সহজ এবং সম্মানজনক পেশা। প্রথমে ব্লগিং দিয়ে শুরু করার অনেক সুফল আছে। যেমন আপনি ব্লগিং করলেন, ইউনিক কনটেন্ট এবং রিচ কন্টেন্টস বিষয়ে ধারনা লাভ করলেন, নিজের ব্লগ টাকে জনপ্রিয় করতে পারলে সহজেই এডসেন্স থেকে আয় করতে পারবেন। এবং এর সাথে বিভিন্ন ওয়েব সাইট বা ফোরাম থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখে নিলেন। কারন আপনি বাংলাদেশ থেকে ওয়েব প্রোগ্রামিং এর কোন কোর্স করতে পারবেন না। এখানে থেকে শিখার একমাত্র উপায় অনলাইন থেকে। আমি নিজেও ব্লগিং দিয়ে শুরু করেছিলাম। তবে বাংলাদেশে থেকে নয়। যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ে ধারনা পেয়েছিলাম কোলকাতার একটি আইটি একাডেমি থেকে কিন্তু শিখেছিলাম ডব্লিউ থ্রি স্কুল থেকে। তাই আমি সবাইকে এই কথাটাই বলি, যেভাবে আমি শুরু করেছিলেম সে ভাবে আপনিও শুরু করতে পারেন। যেকোন জনপ্রিয় টপিক নিয়ে শুরু করে দিন। অবশ্যই এডসেন্স কী ওয়ার্ড টুলস ব্যাবহার করবেন। গুগল ফ্রেন্ডসলি ভাবে সাইট বা ব্লগ তৈরি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন। তার পর জনপ্রিয়তা অনুসারে এডসেন্স ইউজ করুন।আর এক্ষেত্রে আপনার নিকটস্থ কোন ব্লগার এর কাজ থেকে শিখুন। অবশ্যই যার ব্লগিং,সিইও,ইউনিক এন্ড রিচ কন্টেন্টস, গুগল ফ্রেন্ডস্লি ভাবে পোস্ট, এডসেন্স উপো্যোগী সঠিক কীওয়ার্ড বাছাই এবং এডসেন্স বিষয়ে বিস্তর ধারনা আছে তার কাছে যাবেন।
আমার থেকে যে বিষয় গুলোতে  এখন সহায়তা পাবেন তা হলঃ
 গুগল এডসেন্স কি এবং কিভাবে ব্যবহৃত হয় ।যে ভাবে পেতে পারেন একটি গুগল এডসেন্স একাউন্ট ।যেভাবে কাজ করবেন এবং আয় করবেন এডসেন্স থেকে ।যে ভাবে রক্ষা করবেন মূল্যবান এডসেন্স একাউন্ট ।যেভাবে তৈরি করবেন নিজের ব্লগ বা ওয়েবসাইট ।যেভাবে নিজের ব্লগবা সাইটে এডসেন্স ব্যবহার করবেন ।যেভাবে আপনার ব্লগ বা সাইটকে পরিচিত করবেন । যেভাবে বিভিন্ন ওয়েবমাস্টার টুলসে কাজ করবেন । যেভাবে নিজের ব্লগ বা সাইট ছাড়াই শতাধিক সাইটে এডসেন্স ব্যবহার করে আয় করবেন ।যেভাবে এডসেন্সের টাকা তুলবেন ব্যাংক থেকে ।বিস্তারিত জানতে যোগাযোগ করুন 

0 comments:

Post a Comment