Adsense Payment in Bangladesh

Adsense Check Bangladesh
বর্তমানে বেশ কিছু দেশের এডসেন্স পাবলিশাররা তাদের অর্থ ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেয়ে থাকে কিন্তু আমরা বাংলাদেশীরা এই সুবিধা থেকে বঞ্চিত। তবে খুব সীগ্রই বাংলাদেশীরা এই সুবিধা পেতে যাচ্ছে। মে মাসের আগেই এটা ঘোষনা করা হতে পারে। যদি এটা হয় তবে বাংলাদেশী পাবলিশাররা বেশ উপকৃত হবে এতে সন্দেহ নেই। বর্তমানে আমরা অর্থ উত্তোলন করি ব্যাংকের মাধ্যমে। এটা খুবই সময় সাপেক্ষ। বাংলাদেশীদের দীর্ঘ দিনের দাবি এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। এডসেন্স ব্লগে এখন সবার দৃষ্টি। কবে ঘোষনা করা এবং কবে অপেক্ষার প্রহর শেষ হবে। আর এটা হলে এদেশের মানুষ এডসেন্সের প্রতি আরও বেশী মনোযোগী হবে। বর্তমানে বাংলাদেশে সহস্রাধিক সফল এডসেন্স পাবলিশার আছে। কিন্তু প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে এডসেন্সের জন্যে লক্ষাধিক করে আবেদন করা হচ্ছে। এর ভিতর একটি বা দুটি এপ্রোভ হয় আর বাকিটা ক্যান্সেল। এখন বাংলাদেশে এডসেন্স হচ্ছে সোনার হরিণ আর মে মাসের পরে যে কি হবে সেটা আর বলার অপেক্ষায় থাকেনা। আমাদের দেশে যারা এখনও এডসেন্স একাউন্ট পান নি তাদের কে বলব, এই ব্যাপারে পরিপুর্ন ধারনা না নিয়ে এতে এপ্লাই করবেন না। কারন এতে যেমন একাউন্ট পাবেন না তেমনি আমাদের প্রতি এডসেন্সের খারাপ ধারনা জন্মায়। দেখা যাচ্ছে যারা পাওয়ার উপযোগী তারাও পায়না। তাই এডসেন্স ব্যাবহারের প্লাটফর্ম তৈরি করে তারপর আবেদন করুন। আর সবার আগে এডসেন্স টস গুলো শুধু পড়বেন না মুখস্থও করবেন। কারন একটি ভুলের কারনে ব্যান হতে পারেন। আর একটি কথা নতুন নিয়ম আসতেছে, এপ্রোভ হওয়ার পরে ভোটার আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এটা আপাতত বন্ধ কারন আমাদের সরকার অনলাইনে আইডি কার্ড চেক করার সিস্টেম এখনও চালু করতে পারেনি তবে সরকার মাস খানিকের মধ্যে এটা শুরু করতে যাচ্ছে তখন এডসেন্সও এই সিস্টেম বাধ্যতামূলক করবে।

0 comments:

Post a Comment